বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গত ২২ আগস্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘গণত্রাণ সংগ্রহ কর্মসূচি’ শুরু হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কার্যক্রম শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু করলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজের শিক্ষার্থীরাও এই সহায়তা কার্যক্রমে এগিয়ে আসে। মানুষের মাঝে যা শুরু থেকেই ব্যাপক সাড়া ফেলে। শুধু অর্থই সংগ্রহ হয়েছে ৯ কোটি ৯ লাখ ১২৯৪ টাকা।
সোমবার (২ সেপ্টেম্বর) চলছে শেষ দিনের মতো ত্রাণ সংগ্রহ কর্মসূচি। তবে আজ শুধুই নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে। আজ খাদ্যসামগ্রী বা ব্যাংক ও অনলাইনে অনুদানও নেওয়া হচ্ছে না। ত্রাণ বুথে গিয়ে সরেজমিনে স্বেচ্ছাসেবী কর্মীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এই ত্রাণ সংগ্রহ কর্মসূচির সঙ্গে শুরু থেকেই যুক্ত আছেন বিশ্ববিদ্যালয়ের অর্গানাইজেশন স্ট্র্যাটেজি ও লিডারশিপ বিভাগের শিক্ষার্থী রকিব মাসুদ। তিনি জানান, ২২ আগস্ট থেকে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলে আসছে। আজ সোমবার ১২তম দিন চলছে। তবে আজকেই শেষ হবে এই কার্যক্রম। গত ১১ দিনে আমাদের অর্থ সংগ্রহ হয়েছে ৯ কোটি ৯ লাখ ১২৯৪ টাকা। আজকের হিসাব রাতে দিতে পারবো।
বুথে বসেছেন রিফাত আহমেদ। তিনি বলেন, আজকে আমাদের ত্রাণ সংগ্রহের শেষ দিন। এখন আমরা শুধুই নগদ টাকা নিচ্ছি। অন্য কিছু নিচ্ছি না। বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য হয়তো উদ্যোগ নেওয়া হবে। সেখানে সরকারি অর্থও হয়তো বরাদ্দ থাকতে পারে। সেইসঙ্গে থাকবে আমাদের উদ্বৃত্ত টাকাও। পরবর্তী কার্যক্রম কী হবে, সেটি নিয়ে মিটিং চলছে, পরে জানা যাবে।