টিএসসিতে গণত্রাণ গ্রহণ কর্মসূচি

এখন থেকে শুকনো খাবারের বদলে চাল ডাল তেল দেওয়ার আহ্বান

অতিবৃষ্টি ও উজানের পানিতে বাংলাদেশের প্রায় ১১টি জেলার মানুষের জনজীবন বিপন্ন। তাদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গণত্রাণ গ্রহণ কর্মসূচি চলমান রয়েছে। এতদিন সব ধরনের ত্রাণ  সামগ্রী গ্রহণ করা হলেও বন্যার পানি কমে যাওয়া গণরান্নার পরিকল্পনা হাতে নিয়েছে সংশ্লিষ্টরা। তাই শুকনো খাবারের বদলে চাল-ডাল-তেলসহ রান্নার যাবতীয় পণ্য সামগ্রী দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

শুক্রবার (৩০ আগস্ট) ত্রাণ সংগ্রহ শেষে রাতে ত্রাণ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই আহ্বান জানান।

এতে বলা হয়, শনিবার (৩১ আগস্ট)  থেকে ত্রাণ সংগ্রহ করা হবে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে।

এই কাজের সঙ্গে সংশ্লিষ্ট ও ডাকসুর সাবেক সমাজসেবাবিষক সম্পাদক আখতার হোসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘শনিবার (৩১ আগস্ট) থেকে গণত্রাণ সংগ্রহে কোনও শুকনা খাবার কেউ আনবেন না। যেহেতু বন্যাকবলিত অঞ্চলে পানি কমে গেছে, এখন গণরান্না কর্মসূচি প্রধান লক্ষ্য। কাজেই সবাই চাল, ডাল, তেল ইত্যাদি আনতে পারেন। সব ত্রাণ গ্রহণ করা হবে জিমনেশিয়ামে।’