রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পারিবারিক কলহে স্ত্রীর সঙ্গে অভিমান করে সাগর শেখ (১৯) নামের এক রিকশাচালকের আত্মহত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে দক্ষিণ যাত্রাবাড়ীর খালপাড় এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. নুর ইসলাম শেখ বলেন, ছেলে নেশা করতো, ঠিকমতো কাজ করতো না। গতকাল (২৮ আগস্ট) রাতে তার স্ত্রী সুমাইয়া বেগমকে মারপিট করে বাসা থেকে বের করে দেয়। পরে সাগর বাসায় সিলিংয়ের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবগত করা হয়েছে।
নিহত সাগরের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিক্রমপুরে। তিনি দক্ষিণ যাত্রাবাড়ী জেলেপাড়া খালপাড় টিনশেড ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে থাকতেন।