প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দুদক কর্মচারীদের ১ দিনের বেতন জমা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন সাড়ে পাঁচ লাখ টাকা জমা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি মো. নাজমুচ্ছায়াদাৎ এ তথ্য জানান। দুর্নীতি দমনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সোনালী ব্যাংকে ৫ লাখ ৫০ হাজার ৬৫০ টাকা জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও সিলেটসহ দেশের ১১টি জেলার প্রায় ৮০ লাখ মানুষ ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত। সরকারসহ দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। বন্যা প্লাবিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষ নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা অসহায় মানুষদের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুদকের কর্মকর্তা- কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।