দেশে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অর্থ সহায়তার ঘোষণা দিয়েছেন। রবিবার (২৫ আগস্ট) কয়েকটি মন্ত্রণালয় থেকে এ অর্থ সহায়তার কথা জানানো হয়।
অর্থ মন্ত্রণালয়
বন্যার্তদের সহায়তায় অর্থ মন্ত্রণালয়ের (অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) সব কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছ। রবিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ধর্ম মন্ত্রণলয়
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দফতর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেবেন। ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
বন্যাকবলিতদের সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (বিদ্যুৎ বিভাগ ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ) এবং এর আওতাধীন দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ।
শিক্ষা মন্ত্রণালয়
বন্যাকবলিত এলাকার মানুষকে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দফতর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার মাধমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ নির্দেশনা দেয়।
নির্দেশনায় বলা হয়, দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সব এলাকার বন্যাকবলিত মানুষকে সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দফতর/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন দফতর/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ সংগ্রহ করে দফতর/সংস্থা ভিত্তিক এ বিভাগের প্রশাসন শাখায় পাঠানোর জন্য অনুরোধ জানানো হলো।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং এর আওতাধীন দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা একদিনের বেতন বাবদ মোট ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৫৩ টাকার চেক জমা দিয়েছে।
রবিবার ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পক্ষ থেকে ১২টি চেকের মাধ্যমে এ টাকা উপদেষ্টা মো. নাহিদ ইসলামের কাছে জমা দেওয়া হয়। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহের পরিপ্রেক্ষিতে শনিবার (২৪ আগস্ট) একদিনের সমপরিমাণ বেতন বন্যার্তদের সহায়তা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। আজ বিভাগ ও এর আওতাধীন দফতর সংস্থা চেকগুলো জমা দিয়েছে।
সেতু বিভাগ
বন্যাকবলিত মানুষের সহায়তায় এক দিনের সমপরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সেতু বিভাগ ও আওতাধীন প্রকল্পগুলোর কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এই অর্থ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান সেতু বিভাগের সিনিয়র সচিব মো. মনজুর হোসেন।
গত ২১ ভারতের ত্রিপুরা থেকে ফেনী, কুমিল্লার দিকে ধেয়ে আসে প্রবল স্রোতধারা। কয়েক ঘণ্টার মধ্যে তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ। পরে এই বন্যা চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালীসহ দেশের ১১টি জেলায় ছড়িয়ে পড়ে।