লন্ডনে ফিরে গেছেন সিলেটের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। শুক্রবার (২৩ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
তিনি জানান, আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে লন্ডনে তার দেখা হয়েছে। তবে মামলা থাকার পরও কীভাবে তিনি ফিরে এলেন সেসব বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান তিনি।
ফারুক বলেন, আনোয়ারুজ্জামান লন্ডনে এসেছেন। তার সঙ্গে আমার দেখাও হয়েছে।
আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরও তিনি কবে এবং কীভাবে দেশ থেকে বের হলেন, সে ব্যাপারে কিছু বলতে চাননি আওয়ামী লীগের এই নেতা।
এদিকে আনোয়ারুজ্জামানের যুক্তরাজ্যের মোবাইল নম্বর খোলা রয়েছে। সেই নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।
প্রসঙ্গত, গত বছরের ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী যুক্তরাজ্যপ্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী। দীর্ঘ প্রবাস-জীবনে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এর আগে দেশে কোনও পর্যায়ের নির্বাচনে অংশ নেননি তিনি। জীবনের প্রথম নির্বাচনে অংশ নিয়ে সিলেট সিটি করপোরেশনের পঞ্চম মেয়র নির্বাচিত হন।
এই নির্বাচনে দলীয় নির্দেশনা মেনে প্রার্থী হননি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। পরে ওই বছরেরই ৩ জুলাই মেয়র হিসেবে শপথ নেন আনোয়ারুজ্জামান। শপথের গ্রহণের প্রায় চার মাস পর নভেম্বর মাসে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দেশব্যাপী পুলিশ, প্রশাসন ও সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে। গত ৪ আগস্ট সিলেটে এক প্রতিবাদী মিছিলে হামলা ও গুলি চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। যেখানে সিলেট মহানগর পুলিশ কমিশনার ও সাবেক সংসদ সদস্যসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও আসামি।