ডাক বিভাগের সাবেক ডিজিসহ দুই জনের বিরুদ্ধে দুদকের মামলা

ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ বেহাতের অভিযোগে বাংলাদেশ ডাক বিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) শুধাংশু শেখর ভদ্র ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল মোস্তাক আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২০ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, ডাক বিভাগের সাবেক মহাপরিচালক ও পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের পরিচালক শুধাংশু শেখর ভদ্র এবং সাবেক ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল ও সহকারী প্রকল্প পরিচালক মোস্তাক আহমেদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

তারা ‘পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের জন্য বরাদ্দ ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকার ৫০০টি এইচইপি সার্ভার ও ইউপিএস কেনেন। কিন্তু সেগুলো ব্যবহার না করে সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন, ২০০৯ এর ২৩ ধারা লঙ্ঘন করে সরকারি অর্থের অপব্যবহার করে দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।