মেঘনায় বজ্রপাতে বাবার মৃত্যু, ছেলে নিখোঁজ

ভোলার মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় বজ্রপাতে মো. সালাউদ্দিন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে তার ছেলে মো. শাহিন আহমেদ (১৩)। একই ঘটনায় মো. লিটন নামের আরেক জেলে আহত হয়েছেন।

সোমবার (১৯ আগস্ট) বিকালে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কোড়ার হাট বাজার সংলগ্ন মেঘনা নদীতে এই বজ্রপাতের ঘটনা ঘটে।

ইলিশা নৌ-থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার বড়ুয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত সালাউদ্দিন মাঝি ধনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল রশীদ মাঝির ছেলে এবং আহত লিটন একই ওয়ার্ডের বাসিন্দা। নৌকাটিতে সালাউদ্দিন মাঝি তার ছেলে শাহীন ও লিটন ছিলেন।

সালাউদ্দিনের পরিবার ও আহত লিটন মাঝি জানান, সোমবার বিকালে তারা তিন জন মেঘনা নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ করে তাদের নৌকাতে বজ্রপাত হয়। এতে সালাউদ্দিন মাঝি পুড়ে কয়লা হয়ে গেছেন। তার ছেলে শাহীন নদীতে পড়ে গেছে। তবে লিটন এ ঘটনায় কিছুটা আহত হলেও বর্তমানে সুস্থ আছেন।

ভোলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক লিটন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়েছিল। তবে বৈরী আবহাওয়া থাকার কারণে তারা কাজ করতে পারেননি। মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ শাহীনকে উদ্ধার করার জন্য ডুবুরি টিম কাজ করবে।