যাত্রাবাড়ী মাছের আড়তের কাছ থেকে আরও এক যুবকের মরদেহ পাওয়া গেছে। তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল গেঞ্জি ও হাফ প্যান্ট।
বুধবার (১৪ আগস্ট) মাছের আড়তের পাশে পড়ে থাকতে দেখে ইয়ামিনসহ কয়েকজন শিক্ষার্থী তাকে উদ্ধার করে দুপুর ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে একই দিনে যাত্রাবাড়ী থানা এলাকায় দুই জন গণপিটুনিতে মারা গেছেন। সেও একই ঘটনার শিকার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পুলিশের তদন্তের পর জানা যাবে বলেও জানান তিনি।