প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগপন্থি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রেসক্লাবের ভেতরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে ফেলা হয়।
সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, আজ সন্ধ্যার পর প্রেসক্লাবে বিএনপি-সমর্থিত কিছু সাংবাদিক এসে আওয়ামী লীগের অফিসের তালা ভাঙেন। তারা চলে যাওয়ার পর কিছু বহিরাগত লোক প্রেসক্লাবে প্রবেশ করে।
পরে তারা ডিইউজের অফিস ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙে এবং অফিসের সব কাগজপত্র বাইরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয় বলেন জানান তারা।