সরকার পতনের এক দফা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ঢাকার উদ্দেশে পদযাত্রা শুরু হয়েছে। সোমবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশ থেকে এ পদযাত্রা শুরু হয়।
পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষক-শিক্ষার্থীসহ পাশের সাভার ও আশুলিয়া এলাকার প্রায় পাঁচ হাজার মানুষ যোগ দিয়েছেন। পদযাত্রাটি এখন সাভারের নিউ মার্কেট এলাকায় অবস্থান করছে। আইনশৃঙ্খলা বাহিনীর শত বাধাবিপত্তি সত্ত্বেও সাভারের বিভিন্ন অলিগলি থেকে হাজার হাজার মানুষকে এ পদযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গেছে। এদিকে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে আশপাশের এলাকার প্রায় এক হাজার শ্রমিক পদযাত্রায় যোগ দেওয়ার জন্য সাভারের উদ্দেশে যাত্রা শুরু করেছেন।