পররাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত সংবাদ সম্মেলন হয়নি

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের নির্ধারিত সংবাদ সম্মেলন হয়নি। শনিবার (৩ আগস্ট) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে রবিবার দুপুর আড়াইটায় সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের তার ইউরোপ সফর সম্পর্কে ব্রিফ করবেন। কিন্তু বিকাল ৩টার দিকে জানানো হয়, গণভবনে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর মন্ত্রী ধানমন্ডি আওয়ামী লীগ অফিস থেকে বঙ্গবন্ধু এভিনিউতে যাবেন এবং সংবাদ সম্মেলন হবে না।

এর কিছুক্ষণ পরে জানানো হয় মন্ত্রী আসবেন। সাংবাদিকরা বিকাল ৬টা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু তখন মন্ত্রী মন্ত্রণালয়ে না আসার পরে সাংবাদিকরা চলে আসেন।