মুখে লাল কাপড় বেঁধে ইউল্যাব শিক্ষকদের সমাবেশ 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আটক শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও নিপীড়ন বন্ধ এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়ে মুখে লাল কাপড় বেঁধে সমাবেশ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের শিক্ষকরা। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার রামচন্দ্রপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাসের প্রধান গেটের সামনে বুধবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে সমাবেশ করেন তারা। শিক্ষকরা আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিগুলোর প্রতি সমর্থন জানান।

এসময় কোটা সংস্কার আন্দোলনে জের ধরে সৃষ্ট সংঘাতে নিহতদের বিচারের জন্য আন্তর্জাতিক তদন্তের দাবি জানান বক্তারা। সমাবেশে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতাও পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন ইউল্যাবের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান (ছবি: সাজ্জাদ হোসেন)

শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের ওপর হামলা, মামলা ও আটক করে নিয়ে যাওয়া এসব কিছুর বিরুদ্ধেই আমাদের আজকের সমাবেশ। এই অন্যায্যতা এই মুহূর্তেই শক্তভাবে বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে।

সমাবেশে ইউল্যাবের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেন, শিক্ষার্থীরা গ্রেফতার কেন, মুক্তি দিতে হবে। বিশ্ববিদ্যালয়ে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমাদের শিক্ষার্থীরা যদি আসতে না পারে আমরা কাকে পড়াবো, কী পড়াবো?

আটক শিক্ষার্থীদের মুক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানান ইউল্যাব শিক্ষকরা (ছবি: সাজ্জাদ হোসেন)

তিনি বলেন, সরকারি চাকরিতে সবার বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না, সেটি একটি রাজনৈতিক প্রশ্ন। কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে সরকার একপাশে ঠেলে উপেক্ষা করতে চেয়েছে। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া ও নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই।   

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইউল্যাবের শিক্ষক অধ্যাপক সুমন রহমান, নাদিয়া রহমান, আজফার হোসাইন। এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শারমিনুর নাহার, লাবনী আশরাফিসহ অন্যান্যরা।