রাজধানীতে কারফিউ সম্পর্কিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়েছে, বুধবার (৩১ জুলাই) থেকে শনিবার (৩ আগস্ট) পর্যন্ত চার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১৩ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
পরবর্তীতে আবার নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ ঢাকা মহানগর এলাকার সবখানে চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত ওই গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই থেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়। একইসঙ্গে সরকার কারফিউ জারি করে। গত রবিবার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। আগামীকাল বুধবার থেকে কারফিউ শিথিলের সময় বাড়ানোর পাশাপাশি সরকারি-বেসরকারি সব অফিসও স্বাভাবিক সময়ের মতো সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।