মঙ্গলবার কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষে নিহত হন দুই জন। তাদের একজনের পরিচয় মিলেছে। সিটি কলেজের সামনে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
স্বজনরা জানান, ওই ব্যক্তির নাম মো. শাহজাহান (২৫)। তিনি নিউমার্কেট এলাকার হকার ছিলেন। কামরাঙ্গীচর চান মসজিদ এলাকায় স্ত্রী ফাতেহা আক্তারকে নিয়ে থাকতেন। তার বাড়ি কেরানীগঞ্জের মীরেরবাগ পোস্তগোলায়, তার বাবার নাম মহসিন।
মৃতের মা আয়েশা বেগম ও মামা মোসলেম রাত সাড়ে ৮টার দিকে ঢামেক মর্গে এসে লাশ শনাক্ত করেন। আয়েশা জানান, তার ছেলে শাহজাহান নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে পাপোস বিক্রি করতো। সে সকালে কাজে বের হয়। তিন ভাই এক বোনের মধ্যে সে ছিল তৃতীয়।
উল্লেখ্য, সিটি কলেজের সামনে থেকে কে বা কারা তাকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক অ্যাম্বুলেন্স চালক আলী মিয়া তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এছাড়া রাজধানীর ঢাকা কলেজের বিপরীত পাশে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় অজ্ঞাতনামা এক পুরুষ নিহত হন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয়ও জানা যায়নি।