যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ক্রেনচালকের

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ক্রেনচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুলাই) সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা মৃতের সহকর্মী মোত্তাকিন বলেন, আশরাফুল পেশায় ক্রেনচালক। সকালে কোনাপাড়া রহমতপুর ফার্মের মোড় এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ছাদে ঢালাই মালামাল তোলার জন্য উপর থেকে ক্রেনের রুপসের তার নিচে ফেলা হয়। সে সময় ওই তার ভবনের পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্টে উপর থেকে নিচে পড়ে যায় আশারাফুল।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে আটটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত আশাফুল ইসলাম কিশোরগঞ্জ তারাইল উপজেলার দক্ষিণনগর গ্রামের মৃত দুলালের ছেলে। বর্তমানে কোনাপাড়া এলাকায় একটি মেসে থাকতেন।