শেষ হলো রাজধানীর সবচেয়ে বড় বৃক্ষমেলা

রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে শুরু হওয়া বৃক্ষমেলা শেষ হয়েছে। গত ৫ জুন শুরু হওয়া এই মেলা চলে ১৩ জুলাই (শনিবার) পর্যন্ত। বন বিভাগের আয়োজনে এই মেলা দেশের সবচেয়ে বড় গাছ বেচাকেনা ও প্রদর্শনী কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে।

রাজধানীবাসীর বৃক্ষপ্রেমী অনেকেই এই মেলার জন্য অপেক্ষা করেন। এ মেলায় নানা প্রজাতির আমগাছ দেখতে পাওয়া যায়। এ ছাড়া দেখা যায় কাঁঠাল, লিচু, লটকনসহ নানা প্রজাতির ফলের গাছ।

এমন ফলদ গাছের পাশাপাশি বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছের সমাহারে রয়েছে জাতীয় বৃক্ষমেলায়।

বনজ গাছের মধ্যে মেহগনি ও বটসহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে বৃক্ষমেলায়। বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছও শোভা বাড়াচ্ছে মেলার। আছে ক্যাকটাস, পাতাবাহারসহ বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। এসব গাছের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে আকর্ষিত করছে ক্যাকটাস, বনসাই। বেগুন-মরিচসহ নানা ধরনের সবজি গাছও পাওয়া যাচ্ছে এই মেলায়।

শনিবার মেলায় গিয়ে দেখা যায়, শেষ সময়ে মেলায় ঘুরতে এসেছেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ এসেছেন একা। তারা ঘুরে ঘুরে বিভিন্ন স্টলের গাছ দেখছেন।

আদাবর থেকে আসা এক দম্পতি আলাপকালে এ প্রতিবেদককে বলেন, মেলায় এসেছেন মেয়েকে বিভিন্ন ফুল ও ফলের গাছ চেনাতে। এতে পরিবারসহ মেলায় কিছু সময় কাটানো হয়ে যায়।

বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে অনেক ক্রেতা অভিযোগ করে বলেন, মেলায় গাছের দাম অনেক বেশি মনে হচ্ছে। ফলে অনেক কেনাকাটা না করে মেলা থেকে খালি হাতে ফিরে যাচ্ছেন।

ছবি: প্রতিবেদক