নুরের আদালত অবমাননার রায় পেছালো

বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার ঘটনায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে আদালত অবমাননার রুলের ওপর রায়ের দিন পিছিয়েছে। আগামী ১ আগস্ট রায়ের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

নুরের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে নুরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান।

গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে নুরের বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেন নুর। সেই প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়।

পরে ১৭ ডিসেম্বর নুরকে তলব করেন হাইকোর্ট। তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হয়। ১৫ ফেব্রুয়ারি হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান নুর। পরে এ বিষয়ে রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।