কোটা সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ শিক্ষার্থীদের

কোটা সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর আড়াইটায় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে গণপদযাত্রাটি শুরু করে নীলক্ষেত-সায়েন্সল্যাব হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়।

মঙ্গলবার (২ জুলাই) বিকাল পৌনে ৪টায় পদযাত্রা নিয়ে শাহবাগ গিয়ে অবরোধ করেন কয়েক হাজার শিক্ষার্থী। এর আগে পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে হলপাড়া ঘুরে, নীলক্ষেত-নিউমার্কেট ঘুরে সাইন্সল্যাব হয়ে শাহবাগ মোড়ে যায়। এর ফলে শাহবাগ এলাকায় কিছুটা যানযটের সৃষ্টি হয়।

এ সময় তারা কোটাবিরোধী নানান স্লোগান দেন। ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই', ‘চাকরিতে কোটা, মানি না মানবো না’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়/ স্বাধীনতার বাংলায়, কোটার ঠাঁই নাই’, ‘হাইকোর্টের রায়, মানি না মানবো না’, ‘কোটা পদ্ধতি, কোটা পদ্ধতি, মানি না মানবো না’ ইত্যাদি। এই রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছে।