‘লালনভক্তের ঘর ভাঙচুর-মারধর মানবাধিকার লঙ্ঘন’

মসজিদে মাইকিং করে লালনভক্ত ৯০ বছর বয়সী বৃদ্ধার ঘর ভাঙচুর এবং প্রতিবাদ করায় তাকে মারধরের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুষ্টিয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দিয়েছে সংস্থাটি।

রবিবার (৩০ জুন) কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রাহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়ার এ ঘটনায় জেলার সদর থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত ও আসামি গ্রেফতারের সর্বশেষ অগ্রগতি আগামী ৩০ জুলাইয়ের মধ্যে কমিশনকে জানাতে কুষ্টিয়ার পুলিশ সুপারকে বলা হয়েছে। পুলিশ সুপারকে দেওয়া আদেশের অনুলিপি কুষ্টিয়ার জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটির সভাপতি ও জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৯ জুন) গণমাধ্যমে প্রকাশিত ‘মসজিদে মাইকিং করে লালনভক্ত বৃদ্ধার ঘর ভাঙচুরের অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রতিবেদনটি জাতীয় মানবাধিকার কমিশনের নজরে এলে কমিশন এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করে।