চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মানবাধিকার কমিশনের আদেশ

রাজধানীর হাজারীবাগের শামসুননেছা আরজু মনি মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ডা. আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের বিষয়টি ঘৃণিত এবং মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোকে সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত অভিযোগ) আদেশ দিয়েছে সংস্থাটি।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা মো. ইউশা রহমান জানান, সুয়োমোটো আদেশে বলা হয়েছে, হাজারীবাগের ঘটনায় পরিবার পরিকল্পনা অধিদফতর এবং পরবর্তী সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন ও প্রতিবেদন প্রস্তুত করা হলেও কী কারণে তা আলোর মুখ দেখেনি সেটা কমিশনের কাছে বোধগম্য নয়। কমিশন মনে করে, অভিযোগের বিষয়ে সঠিক তদন্ত করে বিভাগীয় শাস্তির পাশাপাশি যথাযথ আইনে মামলা হওয়া আবশ্যক।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনসহ প্রতিবেদনের আলোকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা অনতিবিলম্বে কমিশনকে জানানোর জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে বলা হয়েছে। প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে আগামী ২৮ জুলাই।

ডা. আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে চিকিৎসকসহ বহু নারীকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরপর জাতীয় মানবাধিকার কমিশন এ সিদ্ধান্ত নেয়।