‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ এর লেখকের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের দায়ে অভিযোগ করেছেন ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড: প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন’ এর লেখক।
মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টায় এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ কপিরাইট অফিসে দুই পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।
অভিযোগে বলা হয়, লেখক সরাফ আহমদের অনুমতি ছাড়া তার লিখিত গ্রন্থ ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড: প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন’ এর ৭০ পৃষ্ঠার টেক্সট ব্যবহার করে লেখক আসাদুজ্জামান ও আগামী প্রকাশনী তাদের তৈরি করা বই ‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ নামে পুস্তকটির সংশোধিত সংস্করণে কপি করে সপ্তমভাগ নামে নতুন অধ্যায়ে সংযোজন করেছেন। এটা কপিরাইট আইনের লঙ্ঘন।
শুনানিতে উভয় পক্ষ থেকে লোক উপস্থিত ছিলেন। সরাফ আহমদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শফিউদ্দিন। তিনি বলেন, ‘আজ আমাদের শুনানি ছিল। আমাদের যা বলার এবং প্রমাণ দেওয়ার কথা ছিল, দিয়েছি। পরবর্তী সময় দেওয়া হয়েছে। ওইদিন আবার আসবো।’
এ বিষয়ে লেখক আসাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।