রাস্তার ওপর ট্রাক-ভ্যান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে কাঁচা চামড়া কেনাবেচা করায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ৫ মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
সোমবার (১৭ জুন) দুপুর আড়াইটা থেকে বিকাল পৌনে ৬টা পর্যন্ত সময়ে এই জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের।