এমপি আনার হত্যা: আ.লীগ নেতা মিন্টু আটক

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১১ জুন) বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। আনার হত্যাকাণ্ডের প্রধান আসামি আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে মিন্টুর যোগাযোগ ছিল বলে দাবি ডিবির।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু বলেন, ‘ওই নেতার আটক হওয়ার কথা শুনেছি। এমপি আনার হত্যাকাণ্ডে যেই জড়িত থাকুক, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ডিবি সূত্রে জানা গেছে, আনার হত্যার ঘটনায় ঝিনাইদহের অনেক রাজনৈতিক নেতার পরোক্ষভাবে জড়িত থাকার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এসব সন্দেহভাজন নেতাকে পর্যায়ক্রমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে সোমবার (১০ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন, ‌‘এমপি আনার হত্যাকাণ্ডের তদন্ত শেষ হলে অনেকে গ্রেফতার হতে পারেন। সেইসঙ্গে এমপি আনারের মরদেহ শনাক্ত হলে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব হবে।’

গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছে।