রাজধানীর যাত্রাবাড়ীতে প্রাইভেটকারের ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় লিপি আক্তার (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় কোল থেকে পড়ে তার সাড়ে তিন বছরের শিশু আহত হয়।

শনিবার (৮ জুন) রাত আটটার দিকে বিবিরবাগিচার ৪ নম্বর গেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন।

একই ঘটনায় আহত শিশু হাবিবা জরুরি বিভাগে চিকিৎসাধীন। তার অবস্থা ভালো বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, শিশুটির অবস্থা ভালো। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা প্রাইভেটকার চালকের ছেলে হাবিবুর বলেন, প্রাইভেটকার চালক তার বাবা সবুজ। বিবিরবাগিচায় গাড়িটি পার্কিং অবস্থায় ছিল। সেখান থেকে গাড়িটি নিয়ে গ্যারেজের দিকে যাওয়ার সময় ওই নারী তার মেয়েকে কোলে নিয়ে দৌড়িয়ে রাস্তা পার হচ্ছিলো। সে সময় তাদের গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো বোন রেখা আক্তার বলেন, লিপি আক্তারের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বামী সামেধ হোসেন বাসচালক। তবে তাদেরকে ঠিকমতো ভরণপোষণ দিতো না। তার মা রহিমা বেগম বাসাবাড়িতে পরিচারিকার কাজ করে ঘরের খরচ চালায়।