ছয় শতাধিক শিক্ষার্থী নিয়ে বাংলায় আইইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার (বিআইআইসি) আয়োজনে ‘বাংলাদেশ টু ইউএসএ রোডম্যাপ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই সেমিনারে অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন দেশি-বিদেশি অতিথিরা।
সেমিনারে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়েবস্টার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাডমিশন ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর বেলরিন পলভিনা, একই ইউনিভার্সিটির ওভারসিস রিক্রুটমেন্ট বিভাগের অ্যাসিট্যান্ট ডিরেক্টর সৈয়দ জাহিদুন নবী এবং বাংলায় আইইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারের (বিআইআইসি) সিইও এবং ফাউন্ডার রাশেদ হোসাইন।
সেমিনারে বক্তরা শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া এবং ডিগ্রি অর্জনের পাশাপাশি সেখানে কাজ করার সুযোগ নিয়ে কথা বলেন।
ওয়েবস্টার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাডমিশন ও বিজনেস ডেভেলপমেন্ট অফিসার বেলরিন পলভিনা বলেন, ‘আমরা বাংলাদেশের শিক্ষার্থীদের আমাদের ইউনিভার্সিটিতে পড়ার জন্য উৎসাহিত করি কারণ মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে স্কলারশিপ ও নানা ধরনের সুযোগ-সুবিধা।’
সৈয়দ জাহিদুন নবী বলেন, ‘যুক্তরাষ্ট্রের বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে ভারতের শিক্ষার্থী। আমরা এবার দেশের শিক্ষার্থীদের জন্য দরজা খুলে দিয়েছি। তাই আইএলটিএস দিয়ে আপনারা যোগ্য হয়ে পড়তে আসতে পারেন।’
এ ছাড়া সেমিনারে আরও বক্তব্য দেন আইডিপি হেড অব আইইএলটিএস অপারেশন ইলোরো শার্মী এবং ব্রিটিশ কাউন্সিলের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. বদরুদ্দোজা। শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি কীভাবে আইএলটিএস দিয়ে সঠিকভাবে স্কলারশিপ নিয়ে দেশের বাইরে যাওয়া সম্ভব, সেই বিষয়ে আলোচনা করেন বিআইআইসির সিইও এবং ফাউন্ডার রাশেদ হোসাইন।
শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেয় আয়োজনের সহযোগী পার্টনার ব্র্যাক ব্যাংক। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝ থেকে লটারি করে চার জনকে বাংলায় আইইএলটিএস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টারে (বিআইআইসি) ফ্রি আইইএলটিএস করার সুযোগ দেওয়া হয়।