সমুদ্র গবেষণার জন্য স্যাম্পল কালেক্টিং বোট কেনা হচ্ছে

সমুদ্র বিষয়ক গবেষণা কাজের জন্য একটি স্যাম্পল কালেক্টিং বোট কিনতে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া দুইটি স্পিডবোট ক্রয়, পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এসব প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন জানান, রাষ্ট্রীয় সমুদ্র গবেষণা ও জরিপ কাজের জন্য একটি স্যাম্পল কালেক্টিং বোট (স্মল রিসার্চ ভেসেল), দুইটি স্পিডবোট এবং একটি পন্টুনসহ জেটি ও গ্যাংওয়ে নির্মাণে সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে সংগ্রহের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।

প্রসঙ্গত, সমুদ্র বিষয়ক গবেষণা কার্যক্রম গ্রহণ, গবেষণার ফল প্রয়োগ এবং এ সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে গৃহীত ‘বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট’ প্রকল্পের আওতায় একটি স্যাম্পল কালেক্টিং বোট ও দুইটি স্পিডবোট সংগ্রহ করা দরকার।