লাঠিসোঁটা নিয়ে মিরপুরে রিকশাচালকদের সড়ক অবরোধ

ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুর ১০ নম্বরে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিকশাচালকরা।

রবিবার (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। পরে তারা মিরপুর-১০ নম্বর মোড়ে অবস্থান নেন। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, কিছুক্ষণ আগে রিকশাচালকরা মিরপুর-১০ মোড়ে এসে অবস্থান নেন। তারা অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়কের বিভিন্ন পাশে বিক্ষোভ শুরু করেন।

ছবি: নাসিরুল ইসলাম

পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুরের বেশ কয়েকটি স্থানে রিকশাচালকরা সড়ক অবরোধ করে রেখেছেন। তারা লাঠিসোঁটা হাতে সড়কে নেমে অবরোধ করেন। এ সময় তারা সড়কে যান চলাচলে বাধা দিচ্ছেন না। কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবি না মানা পর্যন্ত রাস্তায় থাকবেন বলে ঘোষণা দেন।

এর আগে গত ১৫ মে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর অলি-গলিতে দাপিয়ে বেড়ায় ব্যাটারিচালিত রিকশা। বিপজ্জনক উল্লেখ করে বিভিন্ন সময় এসব রিকশা চলাচল বন্ধের দাবি উঠলেও তা কমছে না। তাই এবার খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসবের বিষয়ে নির্দেশ দেন।

আরও পড়ুন
ঢাকায় চলবে না ব্যাটারিচালিত রিকশা

ঢাকা উত্তরে ১ অক্টোবর থেকে ব্যাটারিচালিত যান বন্ধ

রাজধানীতে বেড়েছে ব্যাটারিচালিত রিকশা, বেড়েছে ভোগান্তিও

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চালাতে দেওয়ার দাবি

ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে সেলিমের আল্টিমেটাম