শ্রমজীবী মানুষদের স্মার্ট হয়ে উঠতে সরকার শ্রম বিধিমালা বাস্তবায়নের চেষ্টা করছে। সরকার সব শ্রমিকের জন্য ডাটাবেজ তৈরি করার কথা চিন্তা করছে, যেন কোনও শ্রমিক হারিয়ে না যান। শুক্রবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘গার্মেন্ট শ্রমিক তারকামেলা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও উৎসবে বক্তারা এসব কথা বলেন।
কর্মজীবী নারী (কেএন) এবং সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) দুটি বেসরকারি উন্নয়ন সংগঠন জিআইজেডের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করেছে।
অনুষ্ঠানে ‘সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ: উৎপাদনে সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে ৫০০ নারী ও পুরুষ গার্মেন্ট ও ট্যানারি শিল্পের শ্রমিকরা অংশ নেন। সারা দিনের এই অনুষ্ঠানে শ্রমিক ও শ্রমিকদের সন্তানরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, বাউল গান পরিবশেন করেন।
অনুষ্ঠানে স্বাধীন শাহ-এর রচনা ও নির্দেশনায় থিয়েটার আর্টের পরিবেশনায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম বিষয়ে সচেতনতামূলক নাটক ‘স্বপ্ন হলেও সত্যি’ পরিবেশিত হয়।
এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে উইমেন ক্যাফেকেন্দ্রিক বিভিন্ন কার্যক্রমের সমন্বয়ে স্টল স্থাপন এবং উপস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমিন কবীর, শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. তরিকুল আলম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যুগ্ম মহাপরিচালক মাহফুজুর রহমান ভূঁইয়া, শ্রম অধিদফতরের উপপরিচালক রোখসানা চৌধুরী, সাবেক এমপি আফরোজা হক রীনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, জাতীয় শ্রামক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
শ্রম অধিদফতরের মহাপরিচালক মো. তরিকুল আলম বলেন, সরকার অবশ্যই শ্রম বিধিমালা বাস্তবায়নের চেষ্টা করছে, যেন শ্রমজীবী মানুষেরা স্মার্ট হয়ে ওঠতে পারে।
শ্রম অধিদফতরের উপপরিচালক রোখসানা চৌধুরী বলেন, এখানে সবাই তারকার মতো উজ্জ্বল হয়ে আছেন। আমি চাই সবাই যেন সারা জীবন এ রকম উজ্জ্বল তারা হয়েই থাকেন। তিনি উপস্থিত সব তারকাকে বাংলাদেশের উৎপাদন এগিয়ে নেওয়ার জন্য আহ্বান জানান।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের যুগ্ম মহাপরিচালক মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, সরকার সব শ্রমিকের জন্য ডাটাবেজ তৈরি করার কথা চিন্তা করেছে যেন কোনও শ্রমিক হারিয়ে না যায়। এ ছাড়া করোনার কারণে যে শ্রমিকরা গ্রামে ফিরে গিয়েছেন, সরকার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মাধ্যমে তাদের কিছু অনুদান দেওয়ার মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, উইমেন ক্যাফে শ্রমিকদের জন্য বিশ্রাম, বিনোদন, আত্মোন্নয়ন, সাইকোসোশ্যাল কাউন্সিলিং, লিগ্যাল কাউন্সিলিং এবং তথ্য ও সেবাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গার্মেন্ট শ্রমিক তারকামেলা শীর্ষক অনুষ্ঠানটি তৈরি পোশাক শিল্প, ট্যানারি শিল্পসহ অন্যান্য খাতের শ্রমিকদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে বলে আমরা আশাবাদী।