সরিষাবাড়ীতে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রফিকুল ইসলামের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৫ মে) সন্ধ্যায় ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

সম্প্রতি রফিকুল ইসলামের উপস্থিতিতে তার দুই সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা অন্য প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকলে হাত ভেঙে যমুনা নদীতে ফেলে দেওয়ার হুমকি দেন। তদন্তে এই ঘটনার সত্যতা পাওয়া যায়।

ইসি সচিব বলেন, পরবর্তীতে রফিকুল ইসলামকে ইসিতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। তার বক্তব্য নির্বাচন কমিশন শুনেছে। এরপর কমিশন সর্বসম্মতিক্রমে আচরণবিধিমালা অনুযায়ী ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নেয়।