শিশু ধর্ষণের অভিযোগে সংশোধনাগারে কিশোর

রাজধানীর মিরপুরের রূপনগর এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ১২ বছরের কিশোরকে সংশোধনাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা শিশু আদালত-৩ এর বিচারক অভিযুক্ত কিশোরকে টঙ্গীতে কিশোর উন্নয়ন সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জজকোর্টের রূপনগর আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।

এর আগে রবিবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে রূপনগর আবাসিক এলাকায় চকলেটের প্রলোভনে একটি বাসার গ্যারেজে প্রাইভেটকারের ভেতরে চার বছরের এক শিশুকে ডেকে নিয়ে গলা টিপে যৌননির্যাতন করার অভিযোগ উঠে। এ ঘটানায় শিশুটির মা বাদী হয়ে রূপনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা-৯৩) করেন। ওই মামলায় সোমবার অভিযুক্ত কিমেঅরকে ঢাকা জজকোর্ট আদালতে পাঠায় পুলিশ।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ বলেন, শিশু ধর্ষণের ঘটনায় সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। সোমবার দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজহারে উল্লেখ্য করা হয়েছে, রবিবার বিকাল সোয়া পাঁচটার দিকে ভুক্তভোগী শিশুসহ কয়েকজন শিশু রাস্তায় খেলা করছিল। এসময় কাকে  অভিযুক্ত কিশোর চকলেটের প্রলোভন দিয়ে রূপনগরের ২০/১ নম্বর রোডের ৬৯ নম্বর বাসার গ্যারেজে একটি গাড়িতে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগী শিশুকে শারিরীক ও যৌন নির্যাতন করা হয়ে। পরে অন্য শিশুরা ভুক্তভোগীর মাকে খবর দিলে ওই গাড়ির ভেতর থেকে তিনি তার মেয়েকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি ঢাকা মেডিক্যালের ওসিসিতে চিকিৎকসাধীন রয়েছে। বর্তমানে শিশুটির অবস্থা ভালো আছে বলে জানান চিকিৎসক।