রাজধানীর চকবাজারের পশ্চিম ইসলামবাগ এলাকায় আগুন লাগা ভবনটির দ্বিতীয় তলায় ছিল প্লাস্টিকের দানার গোডাউন। দ্বিতীয় তলা থেকেই সূত্রপাত হয় আগুনের। আর প্লাস্টিকের দানার কারণেই আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উল্লেখ্য, শুক্রবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইসলামবাগের ওই ভবনের প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। শনিবার (২৩ মার্চ) ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
সরেজমিনে ভবনটিতে দেখা যায়, আগুনে দ্বিতীয় তলায় প্লাস্টিক শিটের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্বিতীয় তলার অপর একটি রুমে আগুন পৌঁছেনি। এছাড়া বাকি তলাগুলোতেও কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। শ্রমিকরা দ্বিতীয় তলা থেকে প্লাস্টিক শিট বস্তায় ভরে অন্যত্র স্থানান্তরে কাজ করছিলেন।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনও জানা না গেলেও ধারণা করা হচ্ছে— বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের ইনসিডেন্ট কমান্ডার উপপরিচালক ছালেহ উদ্দিন ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখনও আগুনের সূত্রপাত কীভাবে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত সে বিষয়ে কোনও তথ্য জানা যায়নি। তবে বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে আসলে কীভাবে আগুন লেগেছিল এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে।’
আর কারখানা মালিকের ছোটোভাই আব্দুল কুদ্দুস রানা বলেন, ‘ভবনটিতে রাতে কেউ ছিলে না। কীভাবে আগুন ধরেছে বুঝতে পারছি না। ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এখনও হিসাব করা হয়নি। রাতে ভবনে কেউ ছিল না।’
তবে স্থানীয়রা জানান, রাতে অন্তত ২০-৩০ জন শ্রমিক থাকেন ভবনটিতে। অগ্নিকাণ্ডের সময়ও তারা ভবনে ছিলেন, পরে বের হয়ে আসেন।
স্থানীয় বাসিন্দা জাবেদ হোসেন জানান, বিদ্যুৎ থেকে আগুন লাগতেও পারে। আবার রাতে মানুষ থাকে তাদের কয়েল বা সিগারেট থেকেও আগুন ধরতে পারে।
ছবি: প্রতিবেদক
আরও পড়ুন:
চকবাজারে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
চকবাজারে কেমিক্যাল গোডাউনে আগুন: আড়াই ঘণ্টায়ও নেভেনি আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা