৬০০ টাকায় গরুর মাংস বিক্রি শুরু

রাজধানীর খামারবাড়ি মোড়ে রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে শহরবাসীর জন্য ডিম, দুধ, মাছ ও মাংস বিক্রি করা হয়। রবিবার (১০ মার্চ) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে গাড়িতে করে এসব বিক্রি করা হয়।

ছবি: নাসিরুল ইসলাম

এই কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। প্রথম রোজা থেকে শুরু হয়ে ২৮ রমজান পর্যন্ত ঢাকার ২৫টি স্থানে এসব পণ্য বিক্রি করা হবে।

ছবি: নাসিরুল ইসলাম

প্রথম দিন একটি গাড়িতে শুরু করেছে। পরে পর্যায়ক্রমে গাড়ির সংখ্যা আরও বাড়বে।

ছবি: নাসিরুল ইসলাম

ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রগুলোয় গরুর মাংস প্রতি কেজি ৬০০ টাকা, খাসির মাংস প্রতি কেজি ৯০০ টাকা, ব্রয়লার (চামড়া ছাড়া) প্রতি কেজি ২৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি পিস ৯ টাকায় বিক্রি করা হচ্ছে।

ছবি: নাসিরুল ইসলাম

ভ্যানে ৬০০ টাকায় বিক্রির পাশাপাশি রাজধানীর দুই সিটি এলাকার পাঁচ জায়গায় অস্থায়ী দোকানে ৬৫০ কেজিতে গরুর মাংস বিক্রি করা হবে। আট জায়গায় সুলভ মূল্যে বিক্রি হবে মাছ। গরু, খাসি, মুরগির মাংস এক কেজি করে কিনতে পারবেন ক্রেতারা।

ছবি: নাসিরুল ইসলাম

ছবি: নাসিরুল ইসলাম