প্রতারণার মাধ্যমে প্রায় পৌনে ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জামালপুরের সানন্দাবাড়ী টিপিসি দেওয়ানগঞ্জের খাদ্য পরিদর্শক শাকিল আহমেদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ মার্চ) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকার চাল ও খালি বস্তার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
মামলার এজাহারের বরাত দিয়ে দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, জামালপুরের সানন্দাবাড়ী টিপিসি দেওয়ানগঞ্জের খাদ্য পরিদর্শক শাকিল আহমেদের বিরুদ্ধে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেবেকা সুলতানা রুবী ২০২৩ সালের ২১ নভেম্বর মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটির অভিযোগ দুর্নীতি দমন কমিশনের এখতিয়ারভুক্ত হওয়ায় সেই মামলা পুলিশ দুদকে পাঠায়।
টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক থাকা অবস্থায় শাকিল আহমেদ খামারের ভেতরের অংশে অভিনব কায়দায় বস্তা বিন্যস্ত করেন। মুক্তাগাছা এলএসডির বাস্তব মজুদ রেকর্ডপত্র থেকে দেখা যায় ৩২৮ দশমিক ৯৮০ মেট্রিক টন সেদ্ধ চাল, যার মূল্য ১ কোটি ৭০ লাখ ৭২ হাজার ২৮২ টাকা; ৫০ কেজি ধারণক্ষম ৩৮০টি খালি বস্তা, যার মূল্য ৩০ হাজার ৪০০ টাকা; ৩০ কেজি ধারণক্ষম ১ হাজার ৪৯৫ টি খালি বস্তা, যার মূল্য ৮৯ হাজার ৭০০ টাকা; সব মিলিয়ে ১ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৩৮২ টাকার ঘাটতি পান দুদকের অনুসন্ধান কর্মকর্তা, যা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতীয়মান হয়। যে কারণে তার বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করে দুদক।