বেনাপোল এক্সপ্রেসে আগুন: ৪ মরদেহ শনাক্ত, হস্তান্তরের অপেক্ষায় স্বজনরা

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারানো চার জনের মরদেহ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তাদের মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান। 

ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত হওয়া চার জন হলেন, আবু তালহা (২৪), চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৮), নাতাশা জেসমিন নেকি (২৫), ও এলিনা ইয়াসমিন (৪০)।

এদিকে খবর পেয়ে মরদেহ নেওয়ার জন্য সকাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে অপেক্ষায় রয়েছেন নিহতদের স্বজনরা। 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন (ফাইল ছবি)

পুলিশ কর্মকর্তা সেতাফুর রহমান জানান, এর আগে নিহত চার জনের পরিবারের পক্ষ থেকে মরদেহগুলো নেওয়ার জন্য আবেদন করা হয়েছিল। শনাক্তকরণ প্রক্রিয়ায় তাদেরই নাম এসেছে। আমরা তাদের স্বজনদের খবর দিয়েছি। আইনি প্রক্রিয়া শেষে আজই তাদের মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হবে।

গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয়া অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। ওই ঘটনায় চার যাত্রী নিহত হন। আহত হন অনেক যাত্রী।

আরও পড়ুন: 

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন: অবশেষে তিন জনের মরদেহ বুঝে পাচ্ছেন স্বজনরা