দুর্নীতির অভিযোগে মেজর মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর অব. এম এ মান্নান ও তার স্ত্রী উম্মে কুলসুম মান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিআইএফসি থেকে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে তিন কোটি টাকা মানিলন্ডারিং এবং ৩৭ লাখ ৫৯ হাজার ৫৮৫ টাকা আত্মসাতের অভিযোগে এ মামলাটির অনুমোদন দেয় দুদক।

যেকোনও দিন মামলাটি দায়ের করা হবে বলে বুধবার (১৭ জানুয়ারি) জানিয়েছেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক আব্দুল মাজেদ। ঢাকার বাইরে আছেন জানিয়ে আব্দুল মাজেদ বলেন, ঢাকায় ফিরেই মামলাটি দায়ের করা হবে।

মেজর অব. এম এ মান্নান বর্তমানে রাজনৈতিক দল ‘বিকল্প ধারা’র মহাসচিব। বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) চেয়ারম্যান থাকা অবস্থায় এসব টাকা মানিলন্ডারিং ও আত্মসাতের অভিযোগ আসে তার বিরুদ্ধে। মামলাগুলোতে মেজর অব. মান্নানের পরিবারের সদস্যরা ছাড়াও প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

নতুন করে অনুমোদন দেওয়া মামলায় মেজর অব. এম এ মান্নানের সঙ্গে আরও যাদের আসামি করা হচ্ছে তারা হলেন— বিআইএফসি’র সাবেক চেয়ারম্যান উম্মে কুলসুম মান্নান, রবিনসন ফ্যাব্রিকেশনসের মালিক মো. আমিনুর রহমান খান, রুনা প্রপার্টিজের মালিক নাহিদা আক্তার, বিআইএফসি’র পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, পরিচালক এ এন এম জাহাঙ্গীর আলম, সাবেক পরিচালক মিস তানজিলা মান্নান, সাবেক পরিচালক মিস তাজরিনা মান্নান, সাবেক পরিচালক আরশাদ উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র অফিসার (বিজনেস) মোহাম্মদ নিজাম উদ্দিন, প্রিন্সিপাল অফিসার কাজী আহসান মারুফ ও সাবেক এভিপি ও ইউনিট হেড মো. আওলাদ হোসেন।