অগ্নিসন্ত্রাসীদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এই অগ্নিসহিংসতা যারা করেছে তাদের অবশ্যই আইনের আওতায় এনে সঠিক বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। 

শুক্রবার (৫ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। 

আইনমন্ত্রী বলেন, এই অগ্নিসন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেন তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। 

তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, যশোরের বেনাপোল থেকে শুক্রবার দুপুরে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে রাতে আগুন লাগে। রাত ৯টার দিকে এই ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় সোয়া ১ ঘণ্টা চেষ্টার পর রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। আগুনে ইঞ্জিনরুমসহ ট্রেনটির পাঁচটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এসময় দগ্ধ চার জন যাত্রীর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তিন জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।