ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সাগর আলী (৩০) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হলে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কারাবন্দি সাগরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মো. সাগর আলীর হাজতি নম্বর ৪৬৯৩২/২৩। তার বাবার নাম মোবারক আলী।