বৈদ্যুতিক তারের সঙ্গে আটকে থাকা টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে আহত ৩

ঢাকার কেরানীগঞ্জে ঘুড়ির সুতার সঙ্গে বৈদ্যুতিক তার পেঁচিয়ে আটকে থাকা টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে রবিনহুড দ্য অ্যানিমেল রেসকিউয়ারের দুই কর্মী দগ্ধসহ ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে দগ্ধ দুই জনকে রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হচ্ছেন, আতিফ (৩০) ও তাদের গাড়িচালক শফিকুর রহমান (৪৫)। এছাড়া সামান্য আহত হয়েছেন ভলান্টিয়ার রুপক (২৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমাদের এখানে তিন জন এসেছে। তাদের মধ্যে দুই জনকে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ভর্তি হওয়া কাউকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

স্বেচ্ছাসেবী সংগঠন রবিনহুডের প্রধান আফজাল খান জানান, দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায় একটি টিয়া পাখি বৈদ্যুতিক তারের সঙ্গে ঘুড়ির সুতা পেঁচিয়ে আটকে ছিল। খবর পেয়ে আমাদের একটি রেসকিউ টিম পাখিটিকে সেখান থেকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা একজন জানিয়েছেন, তারা পাখিটিকে মুক্ত করতে পাশের একটি ভবনের তৃতীয় তলার ছাদে যান। সেখান থেকে আতিফ একটি পাইপ দিয়ে আটকে থাকা সুতা ছেঁড়ার চেষ্টা করলে মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তার সঙ্গে থাকা তাদের গাড়িচালক শফিকুরও দগ্ধ হয়ে ছাদের ওপরেই পড়ে যান। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।