ঢাকা-৫ আসনে ৯ প্রার্থীর মনোনয়ন বাতিল, তিন জনের স্থগিত

দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৫ আসনে মনোনয়ন প্রার্থী সংখ্যা ছিল ২২ জন। এরমধ্যে ১০ জনকে বৈধ, ৯ জনকে অবৈধ এবং তিন জনকে ২ ঘণ্টার সময় দিয়ে স্থগিত করা হয়েছে। তাদের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানানো হয়।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৫ আসনের প্রার্থীদের এই ঘোষণা করেন।

যাদের মনোনয়ন ‘অবৈধ’ ঘোষণা করা হয়েছে

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এর এস এম লিটন, বাংলাদেশ কংগ্রেসের মো. জাকির হোসেন, মুক্তিজোটের মওদুদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী এস এম আরিফুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. নুরুল আমিন এবং স্বতন্ত্র প্রার্থী দুই জন- মো. কামরুল হাসান ও নাজিয়া হাসান।

যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে (২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে)

বাংলাদেশ জাতীয় পার্টির সরোয়ার খান, জাকের পার্টির মনির মোল্লা, গণতন্ত্রী পার্টির হাফিজুর রহমান মিন্টু। এই তিন প্রার্থীকে ২ ঘণ্টার সময় দেওয়া হয়েছে।