খুললো এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরও একটি র‍্যাম্প

খুলে দেওয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী এন্ট্রি র‍্যাম্প-২। ফলে বনানী থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে ফার্মগেট যাওয়া যাবে।

সোমবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ডাইরেক্টর (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) কাজী মো. ফেরদাউস বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল থেকেই পুরোপুরিভাবে বনানী ও মিরপুর কালশি থেকে আসা গাড়িগুলো বনানী এন্ট্রি র‍্যাম্প-২ দিয়ে উঠে এলিভেটেড এক্সপ্রেসওয়ে করে ফার্মগেট যেতে পারবে।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত মোটরসাইকেল ও তিন চাকার যান ছাড়া অন্যান্য সব যান এক্সপ্রেসওয়েতে চলাচল করছে। এছাড়া গত ১৮ সেপ্টেম্বর এ পথে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) সাধারণ যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করে।