কামরাঙ্গীরচরে পিকআপের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর কামরাঙ্গীরচরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় পাওয়া যায়নি, বয়স আনুমানিক ৩৬ বছর। তার পরনে ছিল নীল রঙের শার্ট ও চেক লুঙ্গি।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) নুসরাত জাহান নূপুর বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। চালককেও আটক করা হয়েছে।

তিনি বলেন, শুক্রবার ভোরে কামরাঙ্গীরচর থানা এলাকার লোহার ব্রিজের ঢালে সুরুচি হোটেলের সামনে রাস্তা পার হওয়ার সময় ওই ব্যক্তি চলন্ত পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৭টায় পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান পুলিশের ওই এসআই।