অবকাঠামো নির্মাণে লিঙ্গ সমতা বৃদ্ধির আহ্বান

বাংলাদেশে অবকাঠামো নির্মাণে লিঙ্গ সমতা এবং স্থিতিস্থাপকতা বাড়ানো হলে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য লিঙ্গ বৈষম্য মোকাবিলা এবং  প্রান্তিক নারী জনগোষ্ঠীর ক্ষমতায়নেরও প্রয়োজন রয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার সোনারগাঁও হোটেলে ইউএনওপিএস এবং ইউএন উইমেন-এর যৌথ আয়োজনে ‘অবকাঠামো উন্নয়নে লিঙ্গ সমতা এবং স্থিতিস্থাপকতা প্রসার’ শীর্ষক এক আলোচনা ও কর্মশালায় বিষয়টি উঠে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের অফিস পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক ডা. মো. সারোয়ার বারী বলেন, ‘অবকাঠামো প্রকল্পগুলোতে নারী ও কিশোরদের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা অনস্বীকার্য।’

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন লুইস বলেন, ‘অবকাঠামোগুলোতে ইনক্লুসিভিটি, এক্সেসিবিলিটি এবং এফোরডিবিলিটির কথা বিবেচনায় নেওয়া উচিত।’

উল্লেখ্য, কর্মশালায় স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক অবকাঠামোর মাধ্যমে বাংলাদেশে লিঙ্গ সমতা, সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নের প্রচার ও প্রসারে ইউএনওপিএস এবং ইউএন উইমেন কাজ করার প্রতিশ্রুতি প্রদান করে। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় ৬০ জনের বেশি প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।