মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) এই তদন্ত কমিটি গঠন করা হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, তদন্ত কমিটির প্রধান করা হয়েছে পরিচালক অপারেশনস ও মেইনটেন্যান্স লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরীকে। তদন্ত কমিটিতে আর কারা আছে তা পরে জানানো হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে ১৫ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে কমিটিকে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে তিনটার পর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সকাল ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।