সারা দিন ব্যবসার কাজ শেষে দোকানে তালা দিয়ে ক্লান্ত-অবসন্ন শরীরে বাড়ি ফিরেছিলেন তারা। সবাই যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন ভোর সাড়ে ৩টার দিকে আগুন লাগে। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ব্যবসায়ীরা অগ্নিকাণ্ডের খবর পান আরও পরে। ফায়ার সার্ভিস আসার আগে যতক্ষণ রাতের নিরাপত্তারক্ষীরা আগুন নেভানোর চেষ্টা করেছেন, ততক্ষণেই আগুনের শিখা ছড়িয়ে গেছে মার্কেটের ভেতরে দুই-তৃতীয়াংশেরও বেশি জায়গায়।
অগ্নিকাণ্ড শুরুর ১০ ঘণ্টা পরও আগুন জ্বলছে অনেক দোকানের ভেতরে
ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট, সেনা, নৌ ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দলের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও আগুন নেভানোর কাজে হাত দেন। এরপরও বাঁচানো যায়নি ব্যবসার সহায়-সম্বল। ঘণ্টার পর ঘণ্টা ধরে জ্বলতে থাকা দাউ দাউ আগুনে পুড়ে সব ছাই হয়ে যেতে দেখে মাথায় হাত দিয়ে বসে পড়া ছাড়া মুখে আর কোনও রা জুটছে না ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
মার্কেটের ভেতরে সব দোকানে অনুসন্ধান চালানো হচ্ছে আগুন আছে কিনা তা দেখতে
কিছু কিছু মালামাল রয়ে গেলেও সেগুলো হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগী
গতকালও যেসব পণ্য বিক্রি করে সংসার চালানোর স্বপ্ন ছিল ব্যবসায়ীদের, আজ সেগুলোই পুড়ে ছাই হয়ে তৈরি করেছে কান্নার কারণ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের হিসাবে দুই শতাধিক দোকান পুড়েছে, ব্যবসায়ীরা বলছেন আরও বেশি
আগুন নিয়ন্ত্রণে এলেও নেভেনি পুরোপুরি
ব্যবসায়ীরা মার্কেটের ভেতরে ঢুকে জানার চেষ্টা করছেন ক্ষতি কতটুকু হলো
বেঁচে যাওয়া পণ্য ও আসবাবপত্র বের করে রাখা হচ্ছে খোলা জায়গায়
এক দৃষ্টিতে পুড়ে যাওয়া মার্কেটের দিকে তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ছাড়ছেন ব্যবসায়ীরা
আইনশৃঙ্খলা বানিহীর সঙ্গে সাধারণ মানুষও যোগ দেন উদ্ধার তৎপরতায়
পুড়ে যাওয়া দোকানগুলোর মালামাল বাইরে আনার কাজে সাহায্য করছে আইনশৃঙ্খলা বাহিনী
সংকট কাটাতে পাইপ দিয়ে জাপান গার্ডেন সিটি থেকে আনা হয় পানি
কৃষি মার্কেটের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা