রাজধানীর কৃষি মার্কেটে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের খবরে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি জানান, রাত ৩টা ৪৩ মিনিটে আমরা আগুন লাগার খবর পেয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে বলেও উল্লেখ করেন তিনি।

ঘটনার স্থলের পাশেই বাসা গণমাধ্যমকর্মী মোজাব্বীর হাসানের। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আমার বাসার বিপরীতেই আগুন জ্বলছে। প্রায় দেড় ঘণ্টা হয়ে গেলেও এখনও (৪টা ৪৫ মিনিটে) আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাপড়, মুদিসহ মার্কেটটির বিভিন্ন দোকানপাট পুড়ছে। ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার লাইভ করছেন অনেকেই। এসব ভিডিওতে দেখা গেছে, মোহাম্মদপুরের  তাজমহল রোডে কৃষিমার্কেটের কাপড় পট্টিতে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে।