কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন: এখন পর্যন্ত মারা গেলেন ৬ জন

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুনের ঘটনায় রোজা মনি (৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬ জন।

শিশু রোজা শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে মারা যায়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটির শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।

গত ১৫ আগস্ট ঢাকার কেরানীগঞ্জের গদারবাগ কালোন্দিতে টিনশেড একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছিল। ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

শিশু রোজা মনি মৃত্যুর আগে তার বাবা সোহাগ, মা মিনা, বোন তাইয়েবা; চাচি জেসমিন আক্তার ও তার মেয়ে এশা মারা যায়।

আরও পড়ুন:

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, ৩ জনের মৃত্যু