পুলিশ পরিদর্শক মামুন হত্যা

আরাভ খানের বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলায় আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানসহ আট জনের বিরুদ্ধে জিয়াউর রহমান নামে আরও একজন সাক্ষ্য দিয়েছেন। তার সাক্ষ্য শেষে আগামীকাল (১৭ আগস্ট) আরও দুই জনের সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৬ আগস্ট) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে সাক্ষ্য দেন জিয়াউর রহমান। এ নিয়ে মামলায় ৩৮ জন সাক্ষীর মধ্য দিয়ে ১২ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

আরাভ খান বাদে মামলার অন্য আসামিরা হলেন– সুরাইয়া আক্তার কেয়া, রহমত উল্লাহ, স্বপন সরকার, মিজান শেখ, আতিক হাসান, সারোয়ার হাসান ও দিদার পাঠান। এরমধ্যে আরাভ খান ও সুরাইয়া আক্তার কেয়া পলাতক। কারাগারে থাকা বাকি ছয় আসামি এদিন আদালতে উপস্থিত ছিলেন।

এই মামলার অপ্রাপ্ত বয়স্ক দুই আসামি মেহেরুন্নেছা স্বর্ণা ওরফে আফরিন ওরফে আন্নাফী ও মোছা. ফারিয়া বিনতে মিম। তাদের বিরুদ্ধে ভিন্ন দোষীপত্র দাখিল করা হয়। তাদের বিচার শিশু আদালতে চলমান।

২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে মামলার চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।