১০ মিনিটে দুই কোটি টাকার হীরার গয়না চুরি!

রাজধানীর ধানমন্ডিতে মেট্রো শপিং মলে ‘ট্রাস্ট ডায়মন্ড’ নামে একটি ডায়মন্ডের দোকানে চুরির অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, দোকানটি থেকে ১০ মিনিটে দুই কোটি টাকার ডায়মন্ডের গয়না চুরি করে নিয়ে গেছে পাঁচ জনের একটি দল। আজ রবিবার (৩০ জুলাই) সকাল ১০টার পরে এ ঘটনা ঘটে।

বিকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম। তিনি বলেন, মেট্রো শপিং মলের চারতলায় ট্রাস্ট ডায়মন্ড নামে একটি প্রতিষ্ঠানের তালা ভেঙে ডায়মন্ডের বিভিন্ন গয়না চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

পারভেজ ইসলাম আরও বলেন, মার্কেটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ফুটেজে দেখা গেছে, পাঁচ জনের একটি দল সকাল ১০টা ৮ মিনিটে দুটি তালা কেটে দোকানে প্রবেশ করে। এর ১০ মিনিটের মাথায় তারা বের হয়ে যায়। এই ১০ মিনিটে তারা কয়েক কোটি টাকার মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে দলে আরও কতজন ছিল সে বিষয় কাজ চলছে।

ট্রাস্ট ডায়মন্ডের মালিকের বরাত দিয়ে ওসি পারভেজ বলেন, দোকানের মালিকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, ট্রাস্ট ডায়মন্ডের মালিকপক্ষ মেট্রো শপিং মলের নিচতলায় নতুন শোরুমের কাজ করছে। তাই চারতলার একটি দোকান ভাড়া নিয়ে এমনি সাধারণভাবে মালামাল রেখেছিল। কোনও লকার ছিল না। দোকানটিতে মাত্র দুটি তালা লাগানো ছিল। ভুক্তভোগীরা এখনও হিসাব করছেন। তবে প্রাথমিকভাবে তাদের দাবি, অন্তত দুই কোটি টাকার ডায়মন্ডের গয়না নিয়ে গেছে। 

ট্রাস্ট ডায়মন্ডের কর্মচারী হৃদয় সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা সকাল ১০টার পর দোকানের সামনে এসে দেখি তালা খোলা। আমাদের দোকানের দুটি তালার একটিও নেই। পরে ভেতরে ঢুকলে দেখতে পাই সব ফাঁকা। পরে আমাদের ঊর্ধ্বতনদের বিষয়টি জানাই। দুই কোটি টাকার বেশি ডায়মন্ড চুরি হয়েছে।

এ ঘটনার পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ডিবিসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা দোকান পরিদর্শন করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।