লৌহজংয়ে জঙ্গি অভিযান

শারক্বিয়ার আমিরসহ তিন জন গ্রেফতার

মুন্সিগঞ্জের লৌহজং এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আমিরসহ তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার (২৪ জুলাই) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আমির মো. আনিসুর রহমান ওরফে মাহমুদসহ তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকি দুজনের নাম এখনও প্রকাশ করা হয়নি। এ সময় উদ্ধার করা হয়েছে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ অর্থ।

আজ বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাওরান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন:

লৌহজংয়ে র‌্যাবের জঙ্গি অভিযান চলছে